Campus Magazine এ ক্লাস প্রতিনিধি হিসেবে কাজ করতে চান?
লাকসাম নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ এ এই প্রথম প্রতিষ্ঠিত হলো NFGC Campus Magazine নামক কলেজ ক্যাম্পাসভিত্তিক নিজস্ব সংবাদ মাধ্যম। কলেজের সকল খুটিনাটি সকল খবরাখবর প্রকাশ করার জন্য ছাত্র ছাত্রীদের উদ্যোগে এই মেগাজিনটি গঠিত হয়। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার জন্য কলেজের সকল ক্লাস ও বিভাগ থেকে একজন ছেলে প্রতিনিধি ও একজন মেয়ে প্রতিনিধি নেয়া হবে।
আগ্রহীরা নিম্নলিখিত পেইজে মেসেজের মাধ্যমে আবেদন করতে পারেন।
পেইজ লিংকঃ https://www.facebook.com/nfgc.news/
0 Comments